দেশজুড়ে

৪৫০০ টাকা করে পাচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত হাজার নারী

কিশোরগঞ্জে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত নারীদের মধ্যে নগদ অর্থ সহায়তা দিচ্ছে রেডক্রিসেন্ট সোসাইটি। এরই পরিপ্রেক্ষিতে ড্যানিশ রেডক্রসের আর্থিক সহায়তায় জেলা সদর ও করিমগঞ্জ উপজেলার ১ হাজার দরিদ্র নারীকে ৪৫ লাখ টাকা দেয়া হচ্ছে।

Advertisement

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে করিমগঞ্জ উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের নারী প্রধানদের হাতে নগদ টাকা ও সাবান তুলে দিয়ে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

ড্যানিশ রেডক্রস সোসাইটির অর্থায়নে করিমগঞ্জ উপজেলার দু’টি ইউনিয়নের ৩৯৯ জন দরিদ্র, স্বামী পরিত্যক্তা, বিধবা ও স্বামীর হাতে নির্যাতিতা নারীদের প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে মোট ১৭ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা অনুদান দেয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- ড্যানিশ রেডক্রস সোসাইটির কান্ট্রি ডিরেক্টর এমেলিন ম্যানাগব্যানাগ, করিমগঞ্জ পৌরসভার মেয়র মো. মুসলেহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মো. ইকবাল, মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম।

Advertisement

কিশোরগঞ্জ সদর উপজেলায় অবশিষ্ট ৬০০ ক্ষতিগ্রস্ত নারীকেও এ আর্থিক সহায়তা দেয়া হবে।

নূর মোহাম্মদ/এসজে/জিকেএস