দেশজুড়ে

ফিলিং স্টেশনে মেয়াদোত্তীর্ণ ওষুধ, মালিকের অর্থদণ্ড

নওগাঁর পোরশায় ফিলিং স্টেশনে মোড়ক বিহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে মালিক আব্দুস সবুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও পোরশা উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হামিদ রেজা এ আদেশ দেন।

Advertisement

আদালত সূত্র জানায়, ওই ফিলিং স্টেশনে লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুর ওষুধ বিক্রি করা হচ্ছে এমন সংবাদে স্থানীয় শিশা বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় মোড়ক বিহীন ও মেয়াদোত্তীর্ণ এসটি মেট, লিভ বোস্ট, এন্টি গাউট, টক্সিনীল, ডেক্সোনেক্স ও এলজি প্লাস জাতীয় বিপুল পরিমাণ মৎস্য ও পশুর ওষুধ উদ্ধার করা হয়। পরে বে-আইনিভাবে মেয়াদোত্তীর্ণ ও মোড়ক বিহীন ওষুধ রাখার দায়ে রশিদা ফিলিং স্টেশনটির মালিক আব্দুস সবুরকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ সময় উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আব্বাস আলী/আরএইচ/জিকেএস

Advertisement