ফরিদপুরে গত কয়েক দিনে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে। ফলে সংক্রমণরোধ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে অভিযানে নেমেছে ফরিদুপর জেলা প্রশাসন।
Advertisement
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়, থানা রোড, কাপর পট্টি, নিউমার্কেট, ময়রা পট্টিসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন। জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম রেজা। সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আল-আমিন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মাস্ক ব্যবহার না করায় ১৩ জনকে চার হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহারের গুরুত্ব সম্পর্কে হ্যান্ডমাইকে সচেতন ও প্রায় দুইশ জনের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
Advertisement
অভিযানকালে জেলা পুলিশের একটি টিম এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এএইচ/এমকেএইচ