অর্থনীতি

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন আড়াইশ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার উভয় শেয়ারবাজারে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে। বেড়েছে সব ধরণের সূচক ও লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দর। প্রথম ঘণ্টায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ২৪৯ কোটি টাকা।বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম ঘণ্টা পর সকাল ১১টা ৪১ মিনিটে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৩১ পয়েন্টে অবস্থান করছে। শরীয়া সূচক ডিএসইএস ৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৬ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৯ পয়েন্টে। আর টাকায় লেনদেন হয়েছে মাত্র ২৪৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট।এ সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে একই সময়ে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএসসিএক্স ১০৩ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে মোট ১৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ৩৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি কোম্পানির শেয়ার। টাকার অংকে লেনদেন হয়েছে ১৯ কোটি ৬৯ লাখ টাকা।এসআই/আরএস/এমএস

Advertisement