২০২০-২১ অর্থবছরে আউটসোর্সিং খাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ৩৫৩ জন কর্মচারীর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের সেবামূল্য বাবদ ২ কোটি ১৮ লাখ টাকা পরিশোধের অনুমতি চেয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।
Advertisement
সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য সেবা বিভাগের (বাজেট-১) সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি অর্থ বিভাগের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, চলতি ২০২০-২১ অর্থবছরে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের অনুকূলে আউটসোর্সিং খাতে বরাদ্দকৃত ৭ কোটি টাকা অব্যয়িত অর্থ হতে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োজিত জনবলের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত, ৪ মাসের সেবামূল্য বাবদ ২ কোটি ১৮ লাখ ৬৯ হাজার ৯২৭ টাকা পরিশোধের সম্মতি প্রদানের জন্য অনুরোধ করা হলো।
আইএইচআর/এমএইচআর/জেআইএম
Advertisement