অভিনেতা যিশু সেনগুপ্তের ৪৪তম জন্মদিন ছিল সোমবার (১৫ মার্চ)। এদিন ভক্তদের সুখরব দিয়েছেন তিনি।
Advertisement
সোমবার দে’জ প্রকাশনা সংস্থা জানায়, ২০২২ সালের বইমেলায় তারা যিশুর আত্মজীবনী ‘আবহমান...জার্নি সো ফার’ বইটি প্রকাশ করবে। বইটির এক অংশে যিশুর জীবনের খুঁটিনাটি সামনে আনবেন কবি সন্দীপন চক্রবর্তী।
প্রকাশনা সংস্থাটির হাত ধরে এর আগেও সামনে এসেছে উত্তমকুমার চট্টোপাধ্যায়, সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, ঋতুপর্ণ ঘোষ, গুলজার, শান্তনু মৈত্রের আত্মজীবনী। কর্ণধার সুধাংশুশেখর দে এবং অপু দে-র কথায়, খুব শিগগিরিই প্রকাশিত হবে পরিচালক তরুণ মজুমদারের জীবনীকথা।
আনন্দবাজারকে প্রতিষ্ঠানটির ২ কর্ণধার বলেন, অভিনেতার জীবনের সংগ্রাম, ওঠাপড়া, দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরেও লড়াইয়ে ফিরে আসা, আগামী প্রজন্মের কাছে উদাহরণ যোগ্য। পাশাপাশি, যিশুর জনপ্রিয়তাও তাদের নজর এড়ায়নি। এ কারণে তাকে বেছে নিয়েছেন।
Advertisement
ইতোমধ্যে যিশু সেনগুপ্তের মুখোমুখি হয়েছেন কলমচি। অপুর যুক্তি, ‘প্রথম সারির লেখককে না বেছে আমরা সন্দীপনকে বেছেছি। কারণ, তিনি যিশুর সমসাময়িক। ফলে, তিনি সহজেই আগের দশকের তুলনায় ধীর গতির শহর কলকাতাকে ফুটিয়ে তুলতে পারবেন। বুঝবেন, ২ শতাব্দীর সাক্ষী এক মানুষের হার না মানা লড়াই কত কঠিন।’
কী থাকবে যিশুর আত্মজীবনীতে, জানতে চাইলে প্রকাশক বলেন, সবই থাকবে। বাংলার পাশাপাশি হিন্দি, দক্ষিণী ছবির দুনিয়ায় নিজেকে প্রমাণ করার পরেও যিশুর কাছে গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ হয়ে ওঠা। ক্রিকেটে সাব জুনিয়র বেঙ্গল টিমে খেলা অলরাউন্ডার হঠাৎ কেনই বা পেশা বদলে অভিনয়ে আসলেন কেন? মেগা ‘শ্রীকৃষ্ণচৈতন্য’র দৌলতে খুব অল্প বয়সেই ছোটপর্দার জনপ্রিয় তারকা তিনি। অথচ তারপরও দীর্ঘ কাল অচ্ছুৎ ছিলেন পরিচালকদের কাছে, কী কারণে? এসবই জানা যাবে ‘আবহমান...জার্নি সো ফার’ বইটিতে।
এমএসএইচ
Advertisement