আন্তর্জাতিক

পারমাণবিক ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

পারমাণবিক ইস্যু নিয়ে বিশ্বের শক্তিধর ছয় জাতি ও ইরানের মধ্যকার চুক্তি আলোচনার ডেটলাইনের শেষের দিকে এসে ওমানে যুক্তরাষ্ট্র এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জরিফ রবিবার ওমানের রাজধানী মাস্কাটে এক বৈঠকে মিলিত হন। বৈঠক কী আলোচনা হয়েছে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। সোমবার তাদের মধ্যে আরেকটি বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।এ ছাড়া সোমবার ছয় জাতির বাকি দেশ ব্রিটেন, রাশিয়া, চীন, ফ্রান্স ও জার্মানির আলোচকদের সঙ্গেও বৈঠক করবেন জারিফ।এর আগে গত রবিবার সিবিএস টেলিভিশনে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ‘এখনও আলোচনায় অনেক ফাঁক রয়েছে। আমরা হয়ত তাতে চুক্তিতে পৌঁছাতে সমর্থ হব না।’তিনি প্রশ্ন করেন, ‘আমরা যদি সর্বশেষ দূরত্ব ঘুচাতে সক্ষম হই তাহলে তারা (ইরান) আবারও আন্তর্জাতিক সম্প্রদায়ে প্রবেশ করতে পারবে ও অবরোধ কমানো হবে। আমরা কি নিশ্চিত করতে পারব যে, তারা পারমাণবিক অস্ত্র বানাবে না?’এদিকে গত মাসে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনীকে চুক্তির ব্যাপারে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানিয়ে চিঠি পাঠান ওবামা।প্রসঙ্গত, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির ডেটলাইন চলতি মাসের ২৪ তারিখে শেষ হবে। এর আগে ১৮ নভেম্বর ছয় জাতির আলোচকরা ইরানের সঙ্গে ভিয়েনায় বৈঠকে মিলিত হবে। খবর আলজাজিরার

Advertisement