স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু জেলা ভলিবল লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোল্লাহাট উপজেলা ভলিবল দল।
Advertisement
সোমবার বিকেলে শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মোল্লাহাট উপজেলা ক্রীড়া সংস্থা বাগেরহাট সদর উপজেলা ক্রীড়া সংস্থাকে ৩-১ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালসেরা খেলোয়াড় হয়েছেন মোল্লাহাট ভলিবল দলের মফিজ।
খেলা শেষে বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউল করিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল ইসলাম, মোল্লাহাট উপজেলার নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি শেখ হায়দার আলী বাবু, খোন্দকার আছিফ উদ্দিন রাখী, অতিরিক্ত সাধারণ সম্পাদক অমিত রায়, মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিক সেলিমা বেগম প্রমুখ।
Advertisement
গত বৃহস্পতিবার বিকালে আনুষ্ঠানিকভাবে এই ভলিবল লিগের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আনম ফয়জুল হক। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় বাগেরহাট জেলার ৯টি উপজেলা ভলিবল দল এই প্রতিযোগিতায় অংশ নেয়।
শওকত আলী বাবু/এমএমআর/এএসএম