সন্ত্রাসকে বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি উল্লেখ করে তা মোকাবেলায় বিশ্ব নেতাদেরকে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণের আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার কুয়ালালামপুরে মালয়েশিয়া এক্সিবিশন অ্যান্ড কনভেনশন সেন্টারে প্রবাসী ভারতীয়দের এক সমাবেশে তিনি এ আহ্বান জানান। খবর এনডিটিভি।আসিয়ান সম্মেলন উপলক্ষে মালয়েশিয়া সফরে থাকা মোদি সন্ত্রাস ও ধর্মের সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিশ্ব নেতাদেরকে নতুন সংকল্প ও কৌশল নির্ধারণ করতে হবে।মোদি বলেন, আমাদের অবশ্যই ধর্ম ও সন্ত্রাসকে আলাদা করতে হবে। মানবতার পক্ষে এবং বিপক্ষে কারা তা এর মাধ্যমে নির্ধারিত হবে। তিনি বলেন, সন্ত্রাস ও সন্ত্রাসীদের কোনো সীমানা নেই। তারা ধর্মকে ব্যবহার করে সব ধর্মের মানুষকে হত্যা করে।এর আগে সম্মেলনে মোদি বলেন, প্যারিস, তুরস্ক, বৈরুত, মালি এবং রাশিয়ান বিমানে হামলা আমাদের মনে করিয়ে দেয়, সন্ত্রাস ও জঙ্গিবাদ আমাদের সমাজ ও বিশ্বে কিভাবে ছড়িয়ে পড়ছে, কিভাবে তার সদস্য বাড়াচ্ছে ও লক্ষ্য নির্ধারণ করছে।এসআইএস/এমএস
Advertisement