করোনার ঊর্ধ্বগতি পরিস্থিতির মধ্যে শুক্রবার (১৯ মার্চ) ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হচ্ছে। তবে কেন্দ্রে স্বাস্থ্যবিধি যেন পুরোপুরি নিশ্চিত করা যায় সে ব্যাপারে কঠোরতা অবলম্বন করতে চায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
Advertisement
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জাগো নিউজকে বলেন, ৪১তম বিসিএস পরীক্ষার সময়সূচি অনেক আগে ঘোষণা করা হয়েছে। আমরা সব ধরনের প্রস্তুতি শেষ করেছি। ইতোমধ্যে সব কেন্দ্রের সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। এই মুহূর্তে পরীক্ষা পেছানোর কোনো যুক্তি নেই। কমিশন পরীক্ষা পেছানো নিয়ে চিন্তা করছে না বলে জানান তিনি।
জানা গেছে, পিএসসির পক্ষ থেকে প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা হবে। কোনো পরীক্ষার্থী মাস্ক না পরলে তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না। এছাড়া একটি বেঞ্চে একজন শিক্ষার্থী নিশ্চিত করতে প্রত্যেক কেন্দ্র প্রশাসন থেকে মনিটরিং করা হবে। সেজন্য ১৭০ জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। পিএসসির কয়েকটি টিম সার্বক্ষণিক টহলে থাকবে। তারা স্বাস্থ্যবিধি ও কেন্দ্রের ভেতরের পরিবেশ পর্যবেক্ষণ করবে। এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় পরীক্ষার তারিখ পেছানোর দাবিতে সোমবার দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে ৪১তম বিসিএসে পরীক্ষার্থীদের একটি অংশ।
তাদের দাবি, ৪১তম বিসিএস পরীক্ষার তারিখ পিছিয়ে বিশ্ববিদ্যালয়-কলেজের হল খোলা ও করোনার টিকা কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে পুনঃনির্ধারণ করতে হবে।
Advertisement
উল্লেখ্য, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে হবে। পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা চার লাখ ৭৫ হাজার।
২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ কর্মকর্তা নিয়োগ দেয়া হবে বলে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী সবচেয়ে বেশি নিয়োগ দেয়া হবে শিক্ষা ক্যাডারে। এ ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেয়া হবে। এর মধ্যে বিসিএস শিক্ষায় প্রভাষক ৯০৫ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক নেয়া হবে ১০ জন।
এমএইচএম/জেডএইচ/এএসএম
Advertisement