ধাঁধা :১. ‘দিনে করি শতেক বিয়ে, কাবিন টাবিন নাহি হয়, ছেলে-মেয়ের মালিক আমি কোনকালে নয়।’- কে বলতে পারবেন এই ‘আমি’ কে?২. ‘জামাই এলো কাজে- বলতে পারিনি লাজে, আমার একটা কাজ আছে দুই ঠ্যাঙের মাঝে।’- বলুন তো কী কাজ আছে?৩. ‘বাগান থেকে আসল বুড়ি, থালায় দিল প্রসাব করি!’ উত্তর :১. মোরগ।২. গাভীর দুধ দোহন করা। ৩. লেবু।সূত্র: কালিদাস পণ্ডিতের ধাঁধা থেকে সংগৃহিত।এসইউ/এমএস
Advertisement