খেলাধুলা

চীনে টানা দ্বিতীয় হার বাংলাদেশের

চীনের মাঙশিতে ইউনান আসিয়ান আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচেও রোববার চীনের ক্লাব লিজিয়ানের কাছে ২-১ গোলে হেরেছে মামুনুল-জামালরা। এর আগে প্রথম ম্যাচে মিয়ানমারের দল হান্থারওয়াদি ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও  ৩-২ হেরেছিল বাংলাদেশ। প্রথমার্ধের শেষ দিকে শি ইয়োনির গোলে এগিয়ে যায় লিজিয়ান। ৫৫তম মিনিটে মোনায়েম খান রাজু লাল কার্ড পেলে দশজনের দলে নেমে যায় বাংলাদেশ। শক্তি কমে গেলেও ৮৩তম মিনিটে আমিনুর রহমান সজীবের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে এক মিনিট পর লি ইংজিয়ান বাংলাদেশ গোলরক্ষককে পরাস্ত করলে ২-১ গোলে এগিয়ে যান লিজিয়ান। তবে এখনো এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে খেলার আশাটা জেগে আছে বাংলাদেশের সামনে। সেক্ষেত্রে অবশ্য আগামীকাল মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে চাইনিজ ক্লাব হেবেইয়ের বিপক্ষে জিততেই হবে ফ্যাবিও লোপেজের শিষ্যদের।   জেডএইচ/এমএস

Advertisement