বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের আগমন উপলক্ষে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সাজ সাজ রব বিরাজ করছে। রাষ্ট্রপ্রধান ও তাদের সফরসঙ্গীদের অভ্যর্থনা জানাতে বিমানবন্দরের ভিভিআইপি ও ভিআইপি টার্মিনালের সৌন্দর্যবর্ধনসহ সর্বাত্মক প্রস্তুুতি শুরু হয়েছে।
Advertisement
করোনার সংক্রমণ রোধে সংশ্লিষ্ট সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে। আগামীকাল (১৬ মার্চ) বিমানবন্দরের কনফারেন্স হল-২ -এ সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত সকলের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ শুরু হবে।
শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ জাগো নিউজকে জানান, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিমানবন্দরের কনফারেন্স হল-২ -এ স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাকের পক্ষ থেকে ১০টি বুথের মাধ্যমে এক হাজার থেকে ১২০০ জন কর্মকর্তা-কর্মচারীদের নমুনা সংগ্রহ করা হবে।
তিনি জানান, বিদেশি রাষ্ট্র্রপ্রধান ও তাদের সঙ্গীদের আসা ও বের হওয়াসহ সংশ্লিষ্ট যতগুলো প্রতিষ্ঠান রয়েছে, তাদের সকলের নমুনা পরীক্ষা করা হবে। কারো করোনা শনাক্ত হলে তার বদলে অন্যজনকে দেয়া হবে।
Advertisement
১৭-২৬ মার্চ পর্যন্ত রাজধানীর জাতীয় প্যারেড স্কয়ারসহ বিভিন্ন স্থানে ১০ দিনব্যাপী অনুষ্ঠানমালাকে সামনে রেখে ভারত, শ্রীলংকা, মালদ্বীপ, ভুটান ও নেপালের রাষ্ট্রনেতারা তাদের সফরসঙ্গীসহ অংশগ্রহণ করবেন।
এ উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহীম মু. সালেহ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী আসছেন। এদের মধ্যে শুধুমাত্র মালদ্বীপের প্রেসিডেন্ট ইবরাহীম মু. সালেহ দুবাই থেকে এমিরেটসের ফ্লাইটে আসবেন। অন্য নেতারা আসবেন চার্টার্ড ফ্লাইটে। এছাড়া অনলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ গুরত্বপূর্ণ ব্যক্তিরা অনুষ্ঠানে সংযুক্ত হবেন।
এমইউ/এমএইচআর/জিকেএস
Advertisement