ডিজিটাল বাংলাদেশ গড়তে সারাদেশের ৬৪টি জেলার তথ্য বাতায়ন চালু রয়েছে কয়েক বছর ধরে। ৬৪ জেলার মতো গাজীপুর জেলায়ও তথ্য বাতায়ন তৈরি করা হয়। যাতে জেলার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, শিল্প, বাণিজ্য, সামাজিক, রাজনৈতিক, শিক্ষাসহ সরকারি, বেসরকারি বিভিন্ন দফতর এবং প্রতিষ্ঠানের পরিচিতি স্থান পায়। শুরুতে এ তথ্য বাতায়নটি জেলার সাধারণ মানুষ বিশেষ করে গণমাধ্যম কর্মী, সরকারি, বেসরকারি কর্মকর্তা ও সচেতন মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তার নাম, মোবাইল, টেলিফোন নম্বরসহ সার্বিক যোগাযোগের জন্য অন্য কোনো মাধ্যম প্রয়োজন ছিল না। কোনো প্রতিষ্ঠান কি ধরনের সেবা প্রদান করে তা জানতে পারে এ তথ্য বাতায়নে। সরকারি বিভিন্ন ধরনের ফরম, পাসপোর্টের আবেদন, নামজারি নিয়মাবলী, তথ্য অধিকার আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এ বাতায়নে বিদ্যমান রয়েছে। দেশের বিভিন্ন জেলা সম্পর্কে জানতে তথ্য বাতায়নের কোনো বিকল্প নেই।বর্তমানে গাজীপুর জেলার তথ্য বাতায়নে (www.gazipur.gov.bd) অনেক কিছুই হালনাগাদ করা হয়নি বলে অভিযোগ করেছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। ফলে তথ্য বাতায়ন দেখে অনেকে বিভিন্ন দফতরে ফোন করলেও সঠিক ব্যক্তি ও কর্মকর্তাকে পাওয়া যায় না। কয়েক বছর ধরে এক কর্মকর্তা স্টেশনে না থাকলেও তার নাম, ছবি ও মোবাইল নম্বর যুক্ত রয়েছে বাতায়নে। জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এক বছর আগে গাজীপুর থেকে বদলি হয়ে গেছেন অন্যত্র। নতুন শিক্ষা অফিসার যোগ দিলেও তার নাম তথ্য বাতায়নে নেই। রয়েছে বদলি হয়ে যাওয়া কর্মকর্তা রেবেকা সুলতানার। জেলা সিভিল সার্জন হিসেবে দুই বছর আগে বদলি হয়ে যাওয়া ডা. সৈয়দ হাবিবুল্লাহর নাম যুক্ত রয়েছে। তারপর দুইজন সিভিল সার্জন এলেও তাদের নাম নেই বাতায়নে। পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সৈয়দ ওয়াহিদুজ্জামান প্রায় দুই বছর আগে বদলি হয়ে যান। তারপর দুইজন জেনারেল ম্যানেজার বদলি হয়ে গেলেও তাদের নাম উঠেনি তথ্য বাতায়নে।গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনোয়ার উজ্জামানের পর দুইজন নির্বাহী প্রকৌশলী বদলি হলেও তাদের কারো নাম নেই তথ্য বাতায়নে। একইভাবে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ বদলি হয়ে যাওয়ার পর নতুন যোগদান করা কর্মকর্তাদের নাম ও ছবি স্থান পাচ্ছে না তথ্য বাতায়নে।এ ব্যাপারে গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রাহেনুল ইসলাম জাগো নিউজকে জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এসএস/এমএস
Advertisement