দেশজুড়ে

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলিন্ডার দেয়া হবে : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) সংসদীয় আসনের বন্দর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ হিসেবে গ্যাস সিলিন্ডার প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।রোববার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞার সভাপতিত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউগন কোম্পানি লিমিটেডের কর্মকর্তা, জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সেলিম ওসমান এ সিদ্ধান্তের কথা জানান।সভায় জানানো হয়, তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউসন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক বিপণন ডিভিশনের জরিপ অনুযায়ী বন্দর উপজেলায় প্রায় ১০ হাজার অবৈধ লাইনের সংযোগ রয়েছে।তিতাসের আঞ্চলিক বিপণন ডিভিশনের জরিপের সূত্র ধরে সেলিম ওসমান বলেন, প্রতিটি চুলার জন্য সরকারিভাবে ৬৫০ টাকা বিল হিসেবে প্রতি মাসে ৬৫ লাখ এবং বছরে সাত কোটি ৮০ লাখ টাকার রাজস্ব থেকে রাষ্ট্র বঞ্চিত হচ্ছে। সব মিলিয়ে বন্দর থেকে রাষ্ট্র ও তিতাস কর্তৃপক্ষ বছরে প্রায় ১৬ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। আগামী দুই মাসের মধ্যে জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে ওই সকল অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে।মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নওশাদ ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) গাউসুল আজম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর দুলাল প্রধান, আনোয়ার হোসেন, সিরাজউদ্দিন, ফয়সাল সাগর, ইসরাত জাহান খান স্মৃতি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন প্রমুখ।মো. শাহাদাত হোসেন/বিএ

Advertisement