খেলাধুলা

জুনিয়র হকির শিরোপা ভারতের

পুরুষদের জুনিয়র এশিয়া কাপ হকি প্রতিযোগিতার ফাইনালে পাকিস্তানকে ৬-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভারতের যুবারা। আধ ডজন গোলের মধ্যে ভারতের হরমনপ্রীত সিং একাই জালে ঠেলেছেন চারটি। জয়ের ধারাবাহিকতা বজায় রেখেই অষ্টম জুনিয়র এশিয়া কাপ জিতলো ভারত। ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হাফ ডজন গোলের মালা পরালেন হরমনপ্রীতরা।টুর্নামেন্টের শুরু থেকে এই ড্র্যাগ-ফ্লিকারের গোল-খিদে নজর কেড়েছে। রোববার ম্যাচ ১০ মিনিট গড়াতেই পেনাল্টি কর্নারকে স্টিকের দুর্ধর্ষ মোচড়ে বিপক্ষের জালে জড়িয়ে গোলের খাতা খোলেন হরমনপ্রীত। পাঁচ মিনিট যেতে না যেতেই আবার গোল। আরও একটি পেনাল্টি কর্নার থেকে চোখ ধাঁধানো স্ট্রাইক নিয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।২৮ মিনিটের মাথায় প্রথম গোল শোধ করে পাকিস্তান। মাঝমাঠ থেকে কিছু এগিয়ে গোল করেন মোহম্মদ ইয়াকুব। ৩০ মিনিটে হ্যাট্রিক করেন হরমনপ্রীত। বিরতিতে ৩-১ এগিয়ে আরামদায়ক অবস্থানে পৌঁছে যায় ভারত। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পড়শি দেশকে চেপে ধরে ভারত।আছড়ে পড়া একের পর এক আক্রমণ সামাল দিতে দিশাহারা হয়ে পড়ে পাক ডিফেন্স। ৪৪ মিনিটে আরমান কুরেশি এবং ৫০ মিনিটে মনপ্রীতের চমৎকার দু`টি ফিল্ড গোলের সৌজন্যে ভারতের অনুকূলে স্কোর দাঁড়ায় ৫-১।পর পর তিন গোল দিয়েও তিনি যে সন্তুষ্ট নন, তা ফের বুঝিয়ে দেন হরমনপ্রীত। ৫৩ মিনিটে পাকিস্তানের জালে নিজের চতুর্থ তথা দলের ছয় নম্বর গোলটি করেন তিনি।বিধ্বস্ত পাকিস্তান ৬৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল শোধ করে। মোহম্মদ দিলবারের গোলটি যে ম্যাচের ভাগ্য বদলাতে বিশেষ ভূমিকা পালন করলো না, পাক খেলোয়াড়দের শরীরী ভাষায় তারই প্রতিফলন।বিএ

Advertisement