করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলো গত এক বছরের মধ্যে শুক্রবার (১২ মার্চ) সবচেয়ে বেশি সংখ্যক যাত্রীর উপস্থিতি দেখেছে। এদিন মার্কিন বিমানবন্দরগুলোতে সাড়ে ১৩ লাখেরও কিছু বেশি যাত্রী চেক ইন করেছে। গত বছরের ১৫ মার্চের পর এটিই এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ সংখ্যক বিমানযাত্রী। খবর এএফপির।
Advertisement
দেশটির বিমান খাত ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠলেও বছরের এ সময়ে যত সংখ্যক যাত্রী সাধারণত থাকে তার চেয়ে বর্তমান যাত্রীসংখ্যা অর্ধেকেরও কম।
মহামারির পর গত ৩ জানুয়ারি যাত্রীসংখ্যা সর্বোচ্চ হয়েছিল- ১৩ লাখ ৩০ হাজার। গত এক বছরের মধ্যে ১৪ এপ্রিল ছিল যাত্রীসংখ্যা সবচেয়ে কম- ৮৭ হাজার ৫৩৪।
করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছে ৩ কোটি ৪৩ হাজারের বেশি মানুষ, মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৪ হাজারেরও বেশি।
Advertisement
তবে ইতোমধ্যেই যুক্তরাষ্টে ১০ কোটিরও বেশি মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে। কয়েকদিন ধরে দৈনিক সংক্রমণের হারও নিম্নমুখী।
আগামী ১ মে থেকে সকল প্রাপ্তবয়স্কদের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
এমকে/জেআইএম
Advertisement