চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া মিঠাদিঘী এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৪ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
ছিনতাইকারীর গুলিতে আহত ব্যক্তির নাম মো. মিজান (২৭)। তিনি নগরের জহুর হকার্স মার্কেটের ব্যবসায়ী ও সাতকানিয়ার ৪ নম্বর বিল্লাপাড়ার বাসিন্দা।
জাগো নিউজকে বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।
তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে ব্যবসায়ী মোহাম্মদ মিজানকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তিনি হাতে গুলিবিদ্ধ হওয়ার কথা জানান। পরে তাকে ২৫ নম্বর সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।’
Advertisement
তবে সাতকানিয়া থানা পুলিশ এ ধরনের কোনো ঘটনার বিষয়ে নিশ্চিত হতে পারেনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, ‘এ ধরনের একটি ঘটনার কথা শুনেছি। তবে প্রাথমিক তদন্তে এমন কোনো ঘটনার কথা জানতে পারিনি। মহাসড়কের মিঠাদিঘী এলাকায় বেশ কয়েকটি ফার্ম ও দোকানপাট রয়েছে। পুলিশ সদস্যরা তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে গুলির শব্দ বা ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে কোনো তথ্য পাননি। এখন হামলায় আহত ব্যক্তি সুস্থ হলে তার কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।’
এ বিষয়ে স্থানীয় ছদাহা ইউনিয়ন পরিষদের সদস্য শাহেদ জাগো নিউজকে বলেন, ‘আমি ঘটনাটি শুনে এলাকার লোকজনের কাছে খোঁজ নিয়েছি। কিন্তু ছিনতাইয়ের ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী এখনও পাওয়া যায়নি।’
গুলিবিদ্ধ ব্যবসায়ী মিজান সাংবাদিকদের জানান, আজ ভোরে সিএনজি অটোরিকশা যোগে পদুয়া বাজার থেকে টাকা নিয়ে সাতকানিয়া যাওয়ার পথে মিঠাদিঘি এলাকায় তাকে বহনকারী অটোরিকশার পথরোধ করে ছিনতাইকারীরা। তারা আরেকটি সিএনজি অটোরিকশায় করে ঘটনাস্থলে আসে। ওই দুর্বৃত্তদের মধ্য থেকে মুখে কালো কাপড় বাঁধা একজন শটগান দিয়ে তার বাম বাহুতে শর্টগান ঠেকিয়ে গুলি করে এবং সঙ্গে থাকা নগদ ৫৫ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন নিয়ে যায়।
Advertisement
এ ঘটনায় তাকে বহনকারী সিএনজি অটোরিকশার চালক জড়িত থাকতে পারে বলে সন্দেহ ব্যবসায়ী মিজানের।
আবু আজাদ/এসএস/এমকেএইচ