ক্যাম্পাস

রাবির জব ফেয়ারে প্রাণ-আরএফএল গ্রুপে ২০ জনকে বাছাই

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) আয়োজনে দুই দিনব্যাপি অনুষ্ঠিত জব ফেয়ারে আবেদনকারীদের মধ্যে ২০ জনকে প্রাণ-আরএফএল গ্রুপে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। রোববার সন্ধ্যায় জব ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রাণ-আরএফএল  গ্রুপের রিুক্রুইটমেন্ট ম্যানেজার মো. আলী মত্তুজা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।প্রাণ-আরএফএল গ্রুপের রিুক্রুইটমেন্ট ম্যানেজার মো. আলী মত্তুজা জাগো নিউজকে বলেন, এই মেলায় অংশগ্রহণকারীদের প্রাথমিক সাক্ষাৎকারের ভিত্তিতে নিবার্চিত করা হয়েছে। পরে তাদের আবার লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে চূড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে।এছাড়াও জব ফেয়ারে সেলিস রকিন্স সফটওয়্যার কোম্পানিতে পাঁচজনকে নিয়োগ দেয়ার জন্য বাছাই করা হয়। মোট এই ২৫ জনের মধ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনজন এবং বাকি ২২ জন হলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী।দুই দিনব্যাপি অনুষ্ঠিত এই জব ফেয়ারে ব্রান্ডিং অ্যান্ড বেভারেজ পার্টনার হিসেবে আছেন প্রাণ-আরএফএল গ্রুপ। এছাড়া টাইটেল স্পন্সর হিসেবে সিটি ব্যাংক এবং গোল্ড স্পন্সর এসিসিএ বাংলাদেশ অংশগ্রহণ করেন।বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) চত্বরে এ মেলায় দেশের প্রায় ২০টি কোম্পানি অংশগ্রহণ করে। মেলায় গত দুইদিনে প্রায় পাঁচ হাজার সিভি জমা পড়েছে। এ মেলায় অংশগ্রহণকারী বাকি ১৭টি কোম্পানি ইন্টারভিউ গ্রহণ করেছে। পরে প্রধান কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন পদে আবেদনকারীদের চাকরি প্রদান করা হবে।জব ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে সেরা নিয়োগদাতা কোম্পানি, অংশগ্রহণকারী কোম্পানি, পার্টনার প্রতিষ্ঠান এবং মিডিয়া পার্টনারসমূহকে ক্রেস্ট প্রদান করা হয়।সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ছাদেকুল আরেফীন, প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক ইলিয়াস হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের অ্যাসিসটেন্ট ম্যানেজার মো. আমিনুল ইসলাম প্রমুখ।সমাপনী অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাশেদ রিন্টু/বিএ

Advertisement