মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকরের পর আবারও উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। আর এই ঘটনায় দেশটির ঢাকাস্থ হাই কমিশনকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।সূত্র জানায়, হাই কমিশনারকে ডেকে কঠোর ভাবে প্রতিবাদ জানাবে বাংলাদেশ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন জাগোনিউজকে। উল্লেখ্য, রোববার রাত ১২টা ৫৫ মিনিটে বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের এ দুই নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর পর পরই এক বিবৃতিতে উদ্বেগের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর দুর্ভাগ্যজনক । আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করলাম।বিবৃতিতে একাত্তরের যুদ্ধাপরাধের এই বিচারকে প্রহসন বলে আখ্যায়িত করেছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার কথাও বলেছে পাকিস্তান।এর আগে ২০১৩ সালে যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর উদ্বেগ জানায় পাকিস্তান।পাকিস্তানের প্রতি অনুগত এবং ১৯৭১ সালের যুদ্ধের সময় পাকিস্তানের সেনাবাহিনীকে সমর্থন করায় কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে দাবি করে সে সময় দেশটির পার্লামেন্টে একটি প্রস্তাবও গৃহীত হয়।এরপর ঢাকায় পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ওই প্রস্তাব গ্রহণের কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ সরকার।এসএ/এএইচ/পিআর
Advertisement