রাজধানীসহ সারাদেশে দিনদিন টিকাগ্রহীতার সংখ্যা কমছে। গত ১৩ ফেব্রুয়ারি পূর্ববর্তী ২৪ ঘণ্টায় মোট টিকাগ্রহীতার সংখ্যা ছিল এক লাখ ৯৪ হাজার ৩৭১ জন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল এক লাখ ২৭ হাজার ৪৩ জন ও নারী ছিলেন ৬৭ হাজার ৩২৮ জন।
Advertisement
এর ঠিক একমাসের ব্যবধানে শনিবার (১৩ মার্চ) সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে টিকাগ্রহণকারীর সংখ্যা কমে মাত্র ৮৬ হাজার ১৩২ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে পুরুষ ৫১ হাজার ৪৩৫ জন ও নারী ৩৪ হাজার ৬৯৭ জন।
এদিকে এখন পর্যন্ত মোট টিকাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ লাখ ৪ হাজার ২৫৯ জন। তাদের মধ্যে পুরুষ ২৭ লাখ ৩৯ হাজার ৮৯৭ জন ও নারী ১৫ লাখ ৬৪ হাজার ৩৬২ জন। টিকার বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত রিপোর্ট করেছেন ৮৮৫ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক মাস আগের ও পরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা গেছে, একমাস আগে ১৩ ফেব্রুয়ারি টিকাগ্রহণকারী এক লাখ ৯৪ হাজার ৩৭১ জনের মধ্যে ঢাকা বিভাগে ৫৪ হাজার ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৮ হাজার ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৪৭ হাজার ৭১৮ জন, রাজশাহী বিভাগে ২২ হাজার ৭৪ জন, রংপুর বিভাগে ১৭ হাজার ৫৪২ জন, খুলনা বিভাগে ২১ হাজার ২৭৮ জন, বরিশাল বিভাগে ৭ হাজার ৫১৩ জন এবং সিলেট বিভাগে ১৬ হাজার ৮৭ জন রয়েছেন।
একমাস পর আজ (১৩ মার্চ) টিকাগ্রহীতা ৮৬ হাজার ১৩২ জনের মধ্যে মধ্যে ঢাকা বিভাগে ২৯ হাজার ২৩৬ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ২৭০ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ১৬৯ জন, রাজশাহী বিভাগে ১০ হাজার ৭৮৫ জন, রংপুর বিভাগে ১০ হাজার ২০ জন, খুলনা বিভাগে ১০ হাজার ৬৪৭ জন, বরিশাল বিভাগে ২ হাজার ২১১ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৭৯৪ জন রয়েছেন।
গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। ওইদিন প্রথম টিকা নেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম দফায় কয়েকশ’ মানুষকে পরীক্ষামূলকভাবে টিকা দেয়া হয়। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে রাজধানীসহ সারাদেশে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে। এখন পর্যন্ত দেশে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন ৫৫ লাখ ৮৮ হাজার ৭০৫ জন।
এমইউ/এমআরআর
Advertisement