দেশজুড়ে

গাজীপুরে ৪ হাজার মানুষের মিলনমেলা

‘এসো মিলি প্রাণের টানে, ভ্রাতৃত্বের বন্ধনে’ স্লোগান সামনে রেখে গাজীপুরে ‘ভাওয়াল বন্ধন’র ব্যানারে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী মেলায় ভাওয়াল অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার চার হাজার মানুষ অংশগ্রহণ করে।

Advertisement

শনিবার (১৩ মার্চ) গাজীপুর মহানগরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এ মিলনমেলার আয়োজন করা হয়।

মিলনমেলার আয়োজক বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো. রকিব সরকার জানান, ভাওয়াল অঞ্চলের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ ও নানা পেশার মানুষকে এ মিলনমেলায় আমন্ত্রণ জানানো হয়। সনি রাজ কার প্যালেসের সৌজন্যে মিলনমেলা উপলক্ষে মুক্ত আলোচনা, পিঠা উৎসব, র‌্যাফল ড্র, গজল, বিভিন্ন ধরনের খেলাধুলা, প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মিলনমেলায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, জেলা ছাত্রলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি সুলতান আহমাদ সরকার ও মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

মো. আমিনুল ইসলাম/এআরএ/এমকেএইচ