আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ : ১২ মার্চ ২০২১

বিশ্বে প্রতিদিন প্রতি মুহূর্তে ঘটে চলেছে কত শত ঘটনা। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

Advertisement

অন্তত ৭০ জনকে হত্যা করেছে মিয়ানমার সেনাবাহিনী : জাতিসংঘমিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস বলেছেন, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত দেশটির সেনাবাহিনী অন্তত ৭০ জন বিক্ষোভকারীকে হত্যা করেছে। এ কর্মকাণ্ডের জন্য সেনাবাহিনীর নিন্দা জানান তিনি। সেনাবাহিনীর বিরুদ্ধে হত্যা, নিপীড়ন ও নির্যাতনসহ মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ বেড়ে চলছে বলেও উল্লেখ করেন তিনি।

মানবাধিকার তদন্তকারী থমাস অ্যান্ড্রুস জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বৃহস্পতিবার বলেন, ‘মিয়ানমার দেশটি খুনি ও অবৈধ শাসকদের দ্বারা পরিচালিত হচ্ছে।’

‘উদ্বেগে’ অ্যাস্ট্রাজেনেকা টিকার ব্যবহার বন্ধ একাধিক দেশেব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনাভাইরাসরোধী ভ্যাকসিন নেওয়ার পর বেশ কয়েকজনের শরীরে রক্ত জমাট বাঁধার অভিযোগের জেরে সেটির ব্যবহার আপাতত বন্ধ করে দিয়েছে বেশ কয়েকটি দেশ। অবশ্য ভ্যাকসিনের কারণেই ওইসব ব্যক্তির শারীরিক সমস্যা দেখা দিয়েছে, এমন কোনও প্রমাণ এখনও পাননি গবেষকরা। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, ভ্যাকসিনটি নিরাপদ।

Advertisement

বিবিসির খবর অনুসারে, ইউরোপে এ পর্যন্ত প্রায় ৫০ লাখ মানুষ অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের সহায়তায় তৈরি অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়েছেন। এর মধ্যে ৩০ জনের শরীরে ভ্যাকসিন গ্রহণের পর রক্ত জমাট বেঁধেছে বলে সম্প্রতি অভিযোগ উঠেছে। এর জেরে ডেনমার্ক, নরওয়ে ও আইসল্যান্ড ভ্যাকসিনটির ব্যবহার সাময়িক বন্ধ ঘোষণা করেছে। এছাড়া, ইতালি এবং অস্ট্রিয়া বাড়তি সতর্কতা হিসেবে ভ্যাকসিনটির একটি নির্দিষ্ট ব্যাচের ডোজ প্রয়োগ বন্ধ রেখেছে।

জনসনের ভ্যাকসিনের অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়নজনসন অ্যান্ড জনসনের তৈরি এক ডোজের করোনাভাইরাস ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় ওষুধ সংস্থার (ইএমএ) সুপারিশের পর বৃহস্পতিবার অনুষ্ঠানিকভাবে ভ্যাকসিনটি অনুমোদনের সিদ্ধান্ত নেয় ইউরোপীয় কমিশন।

জনসনের ভ্যাকসিন ইইউতে অনুমোদন পাওয়া চতুর্থ করোনা ভ্যাকসিন। এর আগে ফাইজার-বায়োএনটেক, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ও মডার্নার ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে সংস্থাটি।

নাগপুরে ফের লকডাউন, ভারতজুড়ে শঙ্কাফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় লকডাউন ঘোষণা করা হয়েছে ভারতের মহারাষ্ট্র প্রদেশের নাগপুর শহর। সংশ্লিষ্টদের আশঙ্কা, দেশটিতে করোনার মারাত্মক আকার নিতে যাচ্ছে দ্বিতীয় ঢেউ। শুধু নাগপুরই নয়, মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে পুরোপুরি লকডাউন আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন প্রাদেশিক মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

Advertisement

এক সপ্তাহের এই লকডাউনে নাগপুরে জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে পুরো শহরই। ক্রমবর্ধমান করোনা সংক্রমণের বিষয়টি নজরে রেখেই এই লকডাউন ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে প্রদেশটির পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষাও।

দুই মাসে তৃতীয়বার গণঅপহরণের শিকার নাইজেরিয়ানাইজেরিয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে হানা দিয়ে অস্ত্রের মুখে তুলে ছাত্রীদের তুলে নিয়ে গেছে দুস্কৃতরা। শুক্রবার ভোরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি কলেজ থেকে অজ্ঞাত সংখ্যক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর সিএনএনের।

এদিন নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনের শিক্ষার্থীদের অপহরণ করেছে অস্ত্রধারী দুস্কৃতরা। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটল দেশটিতে।

জার্মানিতে করোনার ‘তৃতীয় ঢেউ’জার্মানিতে আবারও বাড়তে শুরু করেছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশটিতে এরই মধ্যে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের তথ্যমতে, চলতি সপ্তাহেই দেশটিতে একদিনে ২৪ হাজার ৩৫৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে, সেখানে এক সপ্তাহের মধ্যে দৈনিক সংক্রমণ ২ হাজার ৪০০ বেড়ে গেছে। এছাড়া, সংক্রমণের হারও প্রতি লাখে ৬৫ দশমিক ৪ থেকে বেড়ে ৬৯ দশমিক ১-এ দাঁড়িয়েছে।

ভারতের আপত্তি সত্ত্বেও ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণে চীনের অনুমোদনচীনের পার্লামেন্ট বৃহস্পতিবার ১৪তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দিয়েছে। এই পরিলল্পনায় হাজার কোটি ডলারের বিভিন্ন প্রকল্প রয়েছে। এর আওতায় তিব্বতে ভারতের অরুণাচল প্রদেশের সীমান্তে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের অনুমোদনও দেয়া হয়েছে। বাঁধটি নির্মাণের ব্যাপারে দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে ভারত।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, জাতীয় অর্থনীতি ও সামাজিক উন্নয়ন এবং ২০৩৫ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অনুমোদন দিয়েছে কংগ্রেস।

আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে দুটি বিল পাসযুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দুইটি বিলে অনুমোদন দিয়েছে। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন পরিষদে প্রথম বিলটি ২২৭-২০৩ ভোটে পাস হয়। এই বিলের ফলে যারা ইন্টারনেট, আগ্নেয়াস্ত্রের প্রদর্শনী অথবা নির্দিষ্ট ব্যক্তিগত বিনিময়ের মাধ্যমে আগ্নেয়াস্ত্র কিনবে তাদের অতীত যাচাই প্রক্রিয়া আরও কঠোর করা হয়েছে।

আরেকটি বিল পাস হয়েছে ২১৯-২১০ ভোটে। এর ফলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স করার আগে ফেডারেল ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য কর্তৃপক্ষ ১০ দিন সময় পাবে।

একচেটিয়া বাণিজ্য : ১০০ কোটি ডলার জরিমানা গুনতে যাচ্ছে আলিবাবাবাজারে একচেটিয়া আধিপত্যের শাস্তি হিসেবে ১০০ কোটি মার্কিন ডলার জরিমানা দিতে হতে পারে চীনা ধনকুবের জ্যাক মা’র বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে। সম্প্রতি চীনা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে শেষ কয়েক মাসে আলিবাবার নিয়ন্ত্রণে থাকা ছোট সংস্থা অ্যান্ট গ্রুপের লাগাম টেনে ধরে শি চিনপিং সরকার। বড় ধরনের বেশকিছু সমস্যা রয়েছে জানিয়ে শেয়ারবাজারে ইতিহাস গড়তে যাওয়া অ্যান্ট গ্রুপের যাত্রা স্থগিত করে দেয় চীনা কর্তৃপক্ষ। এ সময় আড়ালে চলে যান জ্যাক মা। এরপর জটিল হয়ে ওঠে পরিস্থিতি।

নোভাভ্যাক্সের টিকা ‘অত্যন্ত কার্যকরী’মার্কিন বায়োটেক কোম্পানি নোভাভাক্সের তৈরি কোভিড-১৯ টিকার পরীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসে মারাত্মকভাবে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এটি শতভাগ কার্যকরী। এক্ষেত্রে বিভিন্ন ট্রায়ালের পর কোম্পানিটি বৃহস্পতিবার এ কথা জানিয়েছে। খবর এএফপির।

ফলাফলে দেখা গেছে, করোনায় হালকা ও মাঝারিভাবে আক্রান্তদের ক্ষেত্রেও এটি অনেক কার্যকর। এছাড়া দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনাভাইরাসের নতুন ধরনের ক্ষেত্রেও এ টিকার কার্যকারিতা লক্ষ্য করা গেছে।

কেএএ/জেআইএম