দেশজুড়ে

বরগুনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বরগুনা শহরের দক্ষিণ বরগুনা এলাকায় শারমিন (২৪) নামের এ গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ১২টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। শারমিনের মা পারুল বেগম অভিযোগ করে বলেন, স্বামী বশির ও তার পরিবারের লোকজন শারমিনকে হত্যা করে আত্মহত্যা বলে প্রচার করছে। তিনি আরো অভিযোগ করেন, স্ত্রী-সন্তান থাকা সত্বেও আসমা নামের একটি মেয়ের সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে বশিরের। পরকীয়া সম্পর্কে বাধা দেয়ায় বশির এর আগেও একাধিকবার শারমিনকে মারধর করে। মেয়ের নির্যাতন বন্ধের আশায় বশিরকে নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রীও দেয়া হয়েছে বলে শারমিনের মা পারুল বেগম জানান। এর আগে ২০০৯ সালে তাদের কাছ থেকে চার লাখ টাকা ধার নিয়েও বশির তা ফেরত দেয়নি। অভিযুক্ত স্বামী বশির বরগুনা জেলা ফুটবল দলের একজন নিয়মিত খেলোয়ার। বশিরের একাধিক আত্মীয় নাম প্রকাশ না করা শর্তে জানান, বশির স্ত্রী-সন্তান থাকা সত্বেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে। এর আগে তিনি একবার শারমিনকে বিদেশে পাঠিয়ে অর্থ উপার্জনের চেষ্টা করেও ব্যর্থ হয়। সে সময় দুবাইতে দালালের হাতে পড়লে শারমিনের মা টাকা দিয়ে শারমিনকে ছাড়িয়ে আনেন বলে জানা গেছে। এ বিষয়ে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে শারমিনকে হত্যা নাকি আত্মহত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত বলা যাচ্ছে।এ ব্যাপারে অভিযুক্ত বশিরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সাইফুল ইসলাম মিরাজ/এআরএ/পিআর

Advertisement