দেশজুড়ে

কাদের মির্জার ৬ সহযোগী গ্রেফতার

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাটের মেয়র আবদুল কাদের মির্জার ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

শুক্রবার (১২ মার্চ) বিকেলে বসুরহাট পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।

গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল চৌধুরী (৪৭), মহিউদ্দিন (৪০), আবুল খায়ের বিপুল (৩০), জাকের হোসেন সাহাবউদ্দিন (৩৬), ইউসুফ নবী (৪২) ও আবদুল মালেক (৪৪)।

কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে এক সাংবাদিকসহ দুইজন মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত সাত মামলা রেকর্ড করা হয়েছে। এতে সহস্রাধিক লোককে আাসামি করা হয়েছে।

Advertisement

এসব মামলায় এখন পর্যন্ত ৩৫ জনকে গ্রেফতার করা হলো। এরমধ্যে কাদের মির্জার প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলও রয়েছেন।

এএইচ/জেআইএম