আন্তর্জাতিক

দুই মাসে তৃতীয়বার গণঅপহরণের শিকার নাইজেরিয়া

নাইজেরিয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠানে হানা দিয়ে অস্ত্রের মুখে তুলে ছাত্রীদের তুলে নিয়ে গেছে দুস্কৃতরা। শুক্রবার ভোরে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় একটি কলেজ থেকে অজ্ঞাত সংখ্যক ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। খবর সিএনএনের।

Advertisement

এদিন নাইজেরিয়ার কাদুনা প্রদেশের ফেডারেল কলেজ অব ফরেস্ট্রি মেকানাইজেশনের শিক্ষার্থীদের অপহরণ করেছে অস্ত্রধারী দুস্কৃতরা। এ নিয়ে চলতি বছরে তৃতীয়বারের মতো গণঅপহরণের ঘটনা ঘটল দেশটিতে।

কাদুনা পুলিশের মুখপাত্র মোহাম্মদ জালিগে বলেছেন, পুলিশ ও সামরিক বাহিনী কাজ শুরু করেছে। আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অপহৃত শিক্ষার্থীদের সংখ্যা জানার চেষ্টা করছি এবং তাদের অক্ষত অবস্থায় উদ্ধার ও অপরাধীদের গ্রেফতারের সম্ভাবনা খতিয়ে দেখছি।

জামিলু আব্দুল্লাহি নামে এক কলেজছাত্র জানান, ভোর তিনটার দিকে আক্রমণকারীদের বন্দুকের গুলি ছোড়ার শব্দ শুনতে পান তিনি।ছাত্রাবাস বেড়ার কাছে থাকলেও সশস্ত্র দুস্কৃতরা ছাত্র এবং ছাত্রী হোস্টেলের মধ্যখানে একটি রেখা তৈরি করে।

Advertisement

আব্দুল্লাহি বলেন, আমরা তাদের দেখে পালিয়ে যাই… দস্যুরা এসে বন্দুকের গুলি ছুড়ছিল। তারা মেয়েদের নিয়ে গেছে।

তিনি বলেন, আমরা এখনও অপহৃতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত নই। তবে আমি জানি, হোস্টেলটিতে অন্তত ৮০ থেকে ১০০ জন ছাত্রী ছিল।

এর আগে, চলতি মাসের শুরুতেই উত্তরপশ্চিম নাইজেরিয়ার জামফারা রাজ্য একটি স্কুলে হানা দিয়ে তিন শতাধিক ছাত্রী অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। আর গত মাসে নাইজার প্রদেশের কাগারা শহরের একটি সরকারি স্কুল থেকে ৪২ শিক্ষার্থীকে অপহরণ করা হয়।

গত বছরের ডিসেম্বরে একইভাবে অপহরণ করা হয়েছিল আরও তিন শতাধিক স্কুলছাত্রকে। পরে তাদের মুক্ত করা হয়।

Advertisement

নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে সাম্প্রতিক গণঅপহরণের ঘটনাগুলো বড় নিরাপত্তা সংকট হয়ে দেখা দিয়েছে। নিয়মিত মুক্তিপণ দিয়ে অপহৃতদের মুক্ত করতে হচ্ছে স্থানীয় প্রশাসনকে। অবশ্য তাদের বিষয়টি খুব একটা স্বীকার করতে দেখা যায় না।

কেএএ/এএসএম