চট্টগ্রামের পটিয়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা আবুল কালাম খুনের ঘটনায় এখনও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেননি পুলিশ।
Advertisement
বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে এ ঘটনায় একটি হত্যামামলা রুজু হয়েছে বলে নিশ্চিত করেছেন পটিয়া থানা পুলিশ। তবে আজ শুক্রবার (১২ মার্চ) পর্যন্ত মামলায় কোনো আসামিই গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলার আসামির নাম-পরিচয়ও জানায়নি পুলিশ।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জাগো নিউজকে বলেন, ‘পটিয়া থানাধীন কুসুমপুরা ইউনিয়নে আবুল কালাম নিহতের ঘটনায় ৬-৭ জন আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের স্ত্রী ফাতেমা বেগম। এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। মামলাটি তদন্তাধীন। তাই আসামিদের নাম বলা যাবে না। আবার আসামিদের পলায়নের শঙ্কা থাকায়ও আপাতত নাম প্রকাশ করা যাবে না। গ্রেফতার হলে নাম জানতে পারবেন।’
গত বুধবার (১০ মার্চ) পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পান বিক্রেতা আবুল কালামকে তার আপন বড় ভাই আবু মুছা ও ভাতিজা সৌরভ মিলে বুকে-পিটে ছুরিকাঘাত করে। এ সময় আবুল কালামের স্ত্রী ফাতেমা বেগম বাধা দিতে আসলে তাকেও ছুরিকাঘাত করে সৌরভ।
Advertisement
পরে আবুল কালাম ও তার স্ত্রীকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে থাকা কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। কয়েকদিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয় ফাতেমা বেগম।
এএএইচ/জেআইএম