খেলাধুলা

বিশ্বকাপের বাকি তিন ম্যাচ কাতারে খেলতে হবে বাংলাদেশকে

বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ের বাকি তিন ম্যাচ ঘরে খেলা হচ্ছে না বাংলাদেশের। এএফসি শুক্রবার জানিয়ে দিয়েছে, ম্যাচগুলো হবে কাতারে। এএফসির এ সিদ্ধান্তের ফলে ঘরের মাঠে খেলার সুযোগ হারালো লাল-সবুজ জার্সিধারীরা।

Advertisement

২৫ মার্চ ছিল বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচ। সিলেটে ম্যাচটি আয়োজন করতে প্রস্তুত ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু আফগানিস্তান করোনার অজুহাত দেখিয়ে বাংলাদেশে খেলতে আসবে না বলে জেদ ধরে। শেষ পর্যন্ত তাদেরই জয় হলো। মার্চের ম্যাচ এখন চলে গেল মে-জুনে।

৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত চলবে বাছাই পর্বের খেলা। এএফসি ঘোষিত নতু সূচি অনুসারে ৩ জুন বাংলাদেশ মুখোমুখি হবে আফগানিস্তানের। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

করোনার আগে বাংলাদেশের ম্যাচ শেষ হয়েছিল চারটি। কাতার ও বাংলাদেশ সমঝোতায় ৪ ডিসেম্বর দোহায় অ্যাওয়ে ম্যাচটি খেলে লাল-সবুজ জার্সিধারীরা। ওমান, আফগানিস্তান, ভারতের বিপক্ষে ম্যাচ ঘরের মাঠে হওয়ার কথা থাকলেও সে সুযোগ থেকে বঞ্চিত বাংলাদেশ।

Advertisement

আরআই/এমএমআর/এএসএম