সাহিত্য

‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’-এর মোড়ক উন্মোচন

ড. মো. সুলতান আলীর লেখা ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেছেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। শুক্রবার (১২ মার্চ) ডেপুটি স্পিকারের সংসদের বাসভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যম এই বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

Advertisement

ডেপুটি স্পিকার বলেন, লেখক ড. মো. সুলতান আলী দীর্ঘ ছয় বছর যাবৎ বাংলাদেশ জাতীয় সংসদের লাইব্রেরিতে গবেষণা করে বইটি লিখেছেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে বঙ্গবন্ধুর মিল কোথায় সেটাই তিনি বইয়ের মাধ্যমে প্রকাশ করেছেন। সেজন্যই তিনি বইটির নাম দিয়েছেন ‘রবীন্দ্র প্রত্যাশার বাস্তব রূপকার শেখ মুজিব’। সুতরাং এমন বই আমাদের বাংলাদেশে আর দ্বিতীয়টি নেই।

তবে গবেষণামূলক এই বইটি এখনও বাজারে ছাড়া হয়নি। কেবল মোড়ক উন্মোচন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘তাৎপর্যপূর্ণ এই বইটির কিছু কপি আমাদের সংসদ লাইব্রেরিতে রাখা হবে। এর চাহিদা বাংলাদেশে, বাঙালি লেখক ও পাঠক সমাজ, সাহিত্যিকসহ ভবিষ্যৎ প্রজন্ম বইটি থেকে অনেক জ্ঞান অর্জন করতে পারবে এবং তুলনামূলক তথ্য উপস্থাপনের কারণে অনেক কিছু শিখতে পারবে বলে আমি মনে করি।’

Advertisement

এইচএস/এসএস/এমকেএইচ