জাতীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ দ্বিতীয়

বৈদেশিক মুদ্রার রিজার্ভের দিক দিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে ওঠে এসেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান তিনি। তিনি জানান, বাংলাদেশের অর্থনীতি ও দারিদ্র্য দূরীকরণে রেমিটেন্স প্রধান চালিকাশক্তি। রেমিটেন্সের উচ্চ প্রবাহের কারণে বর্তমানে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়।এইচএস/এসকেডি/পিআর

Advertisement