রাজনীতি

বিএনপি নেতা সেলিমুজ্জামান সেলিম অসুস্থ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম শারীরিকভাবে অসুস্থ।

Advertisement

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত ১১টার পর তিনি শারীরিকভাবে অসুস্থতা বোধ করেন। এরপর তার শরীরে প্রচণ্ড জ্বর আসে। এরপর অসুস্থতার মাত্রা বেড়ে গেলে তিনি চিকিৎসকের শরণাপন্ন হন।

শুক্রবার জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুল হাসান বাপ্পী।

তিনি বলেন, হঠাৎ করে গতকাল রাতে তার অনেক বেশি জ্বর ছিলো, এখন আগের তুলনায় মোটামুটি ভালো।

Advertisement

সেলিমুজ্জামান সেলিমের সুস্থতার জন্য তার পরিবার সবার কাছে দোয়া চেয়েছে।

কেএইচ/এসএস/এমকেএইচ