ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৪ ঘণ্টায় (১১ মার্চ সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) যুক্তরাজ্য থেকে আসা আরও ৬৯ জনকে ৭ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদেরকে রাখা হয়েছে সরকার নির্ধারিত রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে। এ নিয়ে গত ১ ডিসেম্বর থেকে ১২মার্চ সকাল ৮টা পর্যন্ত যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৭৬৮ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হলো।
Advertisement
করোনার শুরু থেকে যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫৭৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্র এ তথ্য জানিয়েছে।
শুক্রবার (১২মার্চ) সকালে স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত চিকিৎসক জানান, গত ২৪ ঘণ্টায় শাহজালাল বিমানবন্দরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট পাঁচ হাজার ৫৫৮ জন দেশে এসেছেন। তাদের মধ্যে সাতটি ফ্লাইটের ৬৯ জনকে আবাসিক হোটেলে প্রাতিষ্ঠানিক ও অবশিষ্ট যাত্রীদেরকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
Advertisement
৬৯ জনের মধ্যে ইকে-৫৮২ ফ্লাইটে ৫ জন, কিউআর-৬৪০ ফ্লাইটে ১৯ জন, বিজি-২০২ ফ্লাইটে ২৫ জন, থ্রিএল-০৬৩ ফ্লাইটে একজন, ইওয়াই-২৩০ ফ্লাইটে ছয়জন, কিউআর-৬৩৮ ফ্লাইটে পাঁচজন এবং টিকে-৭১২ ফ্লাইটের ৮ জন রয়েছেন।
এমইউ/এসএস/এমকেএইচ