মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় যশোরে ১৫ মণ মিষ্টি বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরতলীতে এ মিষ্টি বিতরণ করা হয়। মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হওয়ায় রোববার সকালে দলীয় কার্যালয়ে ভিড় করেন নেতাকর্মীরা। এ সময় ট্রাকে করে ১০ মন মিষ্টি নিয়ে আসেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার। তিনি যশোরের মুক্তিযোদ্ধা, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মুখে মিষ্টি তুলে দেন। এরপর নেতাকর্মীরা একে অন্যকে মিষ্টিমুখ করিয়ে উল্লাস প্রকাশ করেন। পরে শহরের মনিহার চত্বর, খাজুরা স্ট্যান্ড, রেলগেট, বেজপাড়া, শংকরপুর, চুয়াডাঙ্গা স্ট্যান্ডসহ শহরের ১০টি পয়েন্টে এবং শহরতলীর বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষকে মিষ্টিমুখ করানো হয়। সব মিলিয়ে শহর ও শহরতলীতে ১৫ মণ মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে অন্য যুদ্ধাপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু প্রমুখ।এর আগে ফাঁসি কার্যকরের খবরে রাতেই শহরে মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। মিলন রহমান/এআরএ/পিআর
Advertisement