কিডনি প্রতিস্থাপন সহজ করতে ইরানের পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। কিডনি রোগীদের নিঃস্ব করছে ওষুধ এমন মন্তব্য করে তিনি বলেছেন, ‘সরকার চাইলেই তার দাম কমাতে পারে।’
Advertisement
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতাল মিলনায়তনে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘ইরানে কিডনিদাতাকে সরকারিভাবে সব ধরনের সহযোগিতা করা হয়। ব্যক্তির সাথে নয়, কিডনি বিনিময় রাষ্ট্রের সাথে হয় সেখানে। ফলে কোনো ধরনের পাচার হওয়ার সম্ভাবনা থাকে না।’
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ডায়ালাইসিসে প্রচুর খরচ, যা আমাদের নিম্নআয়ের মানুষের জন্য বহন করা খুবই কষ্টকর। তাই প্রতিস্থাপনই একমাত্র পথ। এজন্য আন্তর্জাতিকভাবে অভিজ্ঞ ও দক্ষ ট্রান্সপ্লান্ট দলের কারিগরি তত্বাবধানে যুক্তরাজ্যের রয়্যাল লন্ডন হাসপাতালের সহায়তায় গণস্বাস্থ্য-স্যার ফজলে হাসান আবেদ ট্রান্সপ্লান্ট সেন্টার স্থাপনের কাজ শুরু করেছি।’
Advertisement
ডা. জাফরুল্লাহ বলেন, ‘কিডনি প্রতিস্থাপনের জন্য যেখানে খরচ হয় ৩০ লাখ টাকা সেখানে আমরা কম খরচ, মাত্র দেড় লাখ টাকায় কিডনি প্রতিস্থাপন করতে পারব।’
এ সময় তিনি কিডনি রোগীদের পরীক্ষা-নিরীক্ষার দাম কমাতে এ সংক্রান্ত সকল ট্যাক্স বাদ দেয়ার পরামর্শ দেন।
উদ্বোধনী বক্তব্যে গণস্বাস্থ্য হাসপাতালের কিডনি রোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন মোস্তাফি বলেন, ‘গণস্বাস্থ্য কেন্দ্রের ডায়ালাইসিসের মান সারাবিশ্বের মধ্যে অনন্য। বিত্তবানদের অনুদান, নিজস্ব ফার্মাসিউটিক্যালসের পণ্য ব্যবহার, ডাক্তারদের সেবাদানের মানসিকতাসহ নানান কারণে গণস্বাস্থ্য কেন্দ্র স্বল্পমূল্যে সেবাদান করতে পারছে।’
এসএম/এমএইচআর/জিকেএস
Advertisement