বিনোদন

ভালবাসার টানেই গান শোনাতে ছুটে আসি

দুই বাংলার শিল্পীদের নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘ক্যাচ অনুপম রায় লাইভ ইন ঢাকা’ কনসার্ট। সেখানে কলকাতার জনপ্রিয় গায়ক অনুপম রায়ের সঙ্গে গাইবেন বাংলাদেশের কণ্ঠশিল্পী ন্যান্সি ও পারভেজ।অন্তর শোবিজের আয়োজনে আগামীকাল সোমবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবারাত্রি হলে কনসার্টটি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে বিস্তারিত জানাতে রোববার দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন্তর শোবিজের কর্নধার স্বপন চৌধুরী, কণ্ঠশিল্পী অনুপম রায়, পারভেজ এবং সহজ ডটকমসহ অনুষ্ঠানটির আয়োজক কয়েকটি স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে অনুপম রায় বলেন, ‘এর আগে কয়েকবার বাংলাদেশে এসেছি। আমি কখনো এপার আর ওপার বাংলাকে দুই বাংলা মনে করিনা। কারণ আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাঙালি।’ তিনি আরো বলেন, ‘আমি সব সময় চাই আমার থেকে বেশি জনপ্রিয় হোক আমার গান। কারণ গানের জন্যই আমাকে আপনারা ভালোবাসেন। আমিও ভালবাসার টানেই গান শোনাতে ছুটে আসি। অন্যবারের মত এবারও গানে গানে সবার মন ভরিয়ে দিতে চাই।’তারকা হবার আগে অনুপম রায়কে গান নিয়ে অনেক কষ্ট করতে হয়েছে। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনারা অনেকেই হয়তো জানেন না। আমি ব্যাঙ্গালুরুতে পাঁচ বছর চাকরি করেছি। আর গান করতাম ছোটবেলা থেকেই। শত ব্যস্ততার মাঝেও গান কখনো ছেড়ে দেই নি। ছোটবেলা থেকেই গান লিখতাম, সুর করতাম, গাইতাম। আর কবিতা আমার খুব ভালো লাগতো। মূলত বাংলা সাহিত্যের প্রতি অনুরাগই আমার গান লেখার অনুপ্রেরণা। বাংলাদেশের অনেক কবির কবিতায় আমি পড়েছি।’এদিকে স্বপন চৌধুরী বলেন, ‘বর্তমানে সংগীতে ফিউশন যুগ চলছে। ক্লাসিক্যাল এবং ফোক গানের সাথে আধুনিকতার সমন্বয়ে সৃষ্টি হচ্ছে এক ধরণের নতুনত্ব। তাই আমরা সংগীত পিপাসু মানুষদের কাছে পৌঁছে দিতে চাই সেই নতুনত্ব। সে লক্ষ্যেই আমাদের দুই বাংলার গান নিয়ে এই আয়োজন। আমরা আশাবাদী সবাই আমাদের এ আয়োজনকে সাদরে গ্রহণ করবেন।’এদিকে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ থেকে জানানো হয়েছে, আগামীকাল কনসার্ট শুরু হবে সন্ধ্যা সাতটায়। প্রথমে মঞ্চে গাইবেন পারভেজ। এরপর গাইবেন ন্যান্সি এবং সর্বশেষে থাকবে অনুপম রায়ের পরিবেশনা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ইসরাত পায়েল। কনসার্টটির টিকিট অনলাইনে পাওয়া যাচ্ছে সহজ ডট কম-এ।এনই/এলএ

Advertisement