জাতীয়

যুক্তরাজ্যফেরত আরও ৩৪ যাত্রী বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে

বিশ্বের বিভিন্ন দেশ থেকে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি ফ্লাইটে চার হাজার ৮৭৭ জন যাত্রী দেশে ফিরেছেন। তাদের মধ্যে চারটি ফ্লাইটে নতুন আরও ৩৪ জন যুক্তরাজ্যফেরত যাত্রীদের বাধ্যতামূলক ৭ দিনের কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

Advertisement

এনিয়ে এখন পর্যন্ত যুক্তরাজ্যফেরত দুই হাজার ৬৯৯ জন যাত্রীকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ান্টাইনে পাঠানো হলো। তবে অন্য দেশ থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়। বিমানবন্দরের স্বাস্থ্য নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, নতুন করে যুক্তরাজ্যফেরত যে ৩৪ জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুবাই থেকে আগত ইকে-৫৮২ফ্লাইটের একজন, দোহা থেকে আগত কিউআর ৬৪০ ফ্লাইটে ৩১ জন, কিউআর ৬৩৮ ফ্লাইটে একজন এবং কিউআর ৬৩৬ ফ্লাইটের একজন যাত্রীকে আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়।

করোনাকালে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মোট ২৪ হাজার ৫০৮ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের মধ্যে যুক্তরাজ্যে থেকে ফেরত আসা যাত্রীর সংখ্যা দুই হাজার ৬৯৯ জন।

Advertisement

এমইউ/এএএইচ/এমকেএইচ