রাজনীতি

সরকারের দুরভিসন্ধির সীমা নেই : আব্বাস

সরকারের দুরভিসন্ধির কোনো সীমা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সিটি করপোরেশনসমূহের নির্বাচন বাতিলের দাবিতে বুধবার (১০ মার্চ) বিকেলে আয়োজিত এক সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

Advertisement

আব্বাস বলেন, ‘এই সরকারের দুরভিসন্ধির কোনো সীমা নেই। তারা ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না। একমাত্র চক্রান্ত-ষড়যন্ত্র করেই তারা ক্ষমতায় টিকে আছে, টিকে থাকার চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘এই অবৈধ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নৈশভোটের নির্বাচনের যে বৈধ্যতা দিয়েছে, সেই বৈধ্যতা দেয়ার ফলে আজকে আওয়ামী নামক একটা ভূত আমাদের ওপর চেপে বসেছে। তাদের অত্যাচার, নিপীড়ন, লুটপাট, খুনের কোনো শেষ নেই।’

আব্বাস বলেন, ‘আমি এই অথর্ব নির্বাচন কমিশনারকে বলতে চাই, এই সমস্ত খুন, লুটপাট, খুন-ডাকাতি কোনো কিছু থেকে আপনি মাফ পাবেন না। আওয়ামী লীগের বিচার হওয়ার আগে এই নির্বাচন কমিশনারের বিচার হবে, তাদের শাস্তি হতে হবে।’

Advertisement

ঢাকা উত্তর মহানগর বিএনপির উদ্যোগে খিলগাঁও তালতলা সিটি করপোরেশন সুপার মার্কেটের সামনে সড়কে দুটি ট্রাকের ওপর অস্থায়ী মঞ্চে ‘সারাদেশে নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের’ দাবিতে এই সমাবেশ হয়।

দুপুর ২টায় সমাবেশ শুরুর আগে খিলগাঁও তালতলা মার্কেটের পুরো সড়কে লোকে লোকারণ্যে হয়ে পড়ে। সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোহাম্মদপুরের শহীদ পার্কে। রাতে পুলিশ সেখানে আপত্তি জানালে সমাবেশের স্থল পরিবর্তন করে খিলগাঁওয়ে আনা হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের সভাপতিত্বে ও মহানগর উত্তরের মুন্সি বজলুল বাসিত আনজু ও এএফএম আব্দুল আলিম নকির পরিচালনায় সমাবেশে মেয়র প্রার্থীদের মধ্যে বরিশালের মজিবুর রহমান সারোয়ার, খুলনার নুজরুল ইসলাম মনজু, চট্টগ্রামের ডা. সাহাদাত হোসেন, রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপির নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শ্যামা ওবায়েদ, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শিরিন সুলতানা, আবদুস সালাম আজাদ, অঙ্গসংগঠনের মধ্যে মহানগর দক্ষিনের কাজী আবুল বাশার, হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, এসএম জাহাঙ্গীর, মহিলা দলের আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, স্বেচ্ছাসেবকদলের আবদুল কাদির ভুঁইয়া জুয়েল, শ্রমিক দলের মুস্তাফিজুল করীম মজুমদার প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

Advertisement

সমাবেশে হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, শ্যামা ওবায়েদ, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, মুস্তাফিজুর রহমান বাবুল, মীর সরফত আলী সপু, আমিনুল হক, শামিীমুর রহমান শামীম, অনিন্দ্র ইসলাম অমিত, শহিদুল ইসলাম বাবুল, আমিরুজ্জামান শিমুল, মামুন হাসান, রাজিব আহসান, খন্দকার আবু আশফাক, শায়রুল কবির খানসহ মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

কেএইচ/ইএ/জিকেএস