ক্যাম্পাস

রাবি `ই` ইউনিটের ভর্তির তথ্য পেতে ভর্তিচ্ছুদের ভোগান্তি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) `ই` (সামাজিক বিজ্ঞান অনুষদ) ইউনিটের ফল প্রকাশ করার পর হঠাৎ করেই ওয়েবসাইট থেকে তা আর দেখা যাচ্ছে না। রাবির ওয়েবসাইট (admission.ru.ac.bd) ঢুকলে `ই` ইউনিটের নিচে লেখা আছে (The Result is Under Scrutiny)। এতে করে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পেতে চরম ভোগান্তিতে পড়েছে। আর ভর্তি প্রক্রিয়াও বিঘ্নিত হচ্ছে।`ই` ইউনিটে ভর্তি পরীক্ষায় বিজোড় রোল নম্বরধারী মুন্নি আক্তার ১৪৯তম হয়েছেন। তিনি জানান, ওয়েবসাইট থেকে `ই` ইউনিটে পছন্দের বিষয় নির্ধারণসহ কোনো ফলই দেখা যাচ্ছে না। একই কথা জানান এই ইউনিটে ১১৮তম স্থান অধিকারী শিক্ষার্থী মো. বিল্লাল হোসেন।এছাড়া ভর্তিচ্ছু বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, `ই` ইউনিটে ভর্তি নিয়ে তারা কোনো সুনির্দিষ্ট তথ্য পাচ্ছেন না। এতে করে তাদের মধ্যে চরম হতাশার কাজ করছে বলেও জানান তারা।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. নীলুফার সুলতানা জাগো নিউজকে জানান, একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। যার কারণে ওয়েবসাইট থেকে `ই` ইউনিটের ফল দেখা ও বিষয় পছন্দের কার্যক্রম করা চালানো সম্ভব হচ্ছে না।তবে কী কারণে এটা হয়েছে বা কবে এই সমস্যা সমাধান হবে সেই বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।`এটা একটা টেকনিক্যাল প্রবলেম` উল্লেখ করে কম্পিউটার সেন্টারের প্রশাসক প্রফেসর খাদেমুল ইসলাম মোল্যা জাগো নিউজকে বলেন, `এটা ঠিক করার চেষ্টা করছি। সম্ভব হলেই আজকেই ঠিক করে দেয়া হবে।`রাশেদ রিন্টু/এআরএ

Advertisement