রাজনীতি

অনেক ধৈর্য ধরেছি : সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘আমরা অনেক ধৈর্য ধারণ করেছি। ওনাদের (পুলিশ) বলতে চাই, আপনাদের বেতনের টাকা কে দেয়? এই দেশের কৃষক, প্রবাসীদের টাকায় আপনাদের বেতন দেয়া হয়। কিন্তু আপনারা শেখ হাসিনার কথা মতো অন্যায়ভাবে চলেন।’

Advertisement

বুধবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর খিলগাঁও তালতলা মোড়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দেশব্যাপী নিরপেক্ষ নির্বাচন ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সোহেল বলেন, ‘আমাদের আজকের সমাবেশ মোহাম্মদপুর হওয়ার কথা ছিল। ওনাদের পছন্দ হলো না এবং জনসমাগম বেশি হবে বলে তারা সেখানে করতে দেয়নি। ওনারা (আওয়ামী লীগ) যা ভাবছে বা বলবেন তাই করতে হবে? না, আমাদের স্বাধীনতা আমাদের আদায় করে নিতে হবে।’

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর পুলিশের মধ্যে একটা পার্থক্য আছে। পুলিশ পোশাক পরে আর আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে না।’

Advertisement

বিএনপি নেতা তাবিথ আউয়ালের সভাপতিত্বে এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুর সঞ্চালনায় সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

কেএইচ/এমএসএইচ/জিকেএস