জাগো জবস

রিসার্চ ফেলো নেবে এইচবিআরআই

হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্পে রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)প্রকল্পের নাম: গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্পপদের নাম: রিসার্চ ফেলোশিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে স্নাতকবয়স: ৩০ বছরবেতন: ২৫,০০০ টাকাকাজের মেয়াদ: ১ বছর।আবেদনপত্র সংগ্রহ ও জমা: প্রকল্প পচিালক, গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্প, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), ১২০/৩ দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬।অাবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০১৫সূত্র: প্রথম আলো, ২২ নভেম্বর ২০১৫এসইউ/পিআর

Advertisement