হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই) কর্তৃক বাস্তবায়নাধীন গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্পে রিসার্চ ফেলো নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই)প্রকল্পের নাম: গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্পপদের নাম: রিসার্চ ফেলোশিক্ষাগত যোগ্যতা: পুরকৌশলে স্নাতকবয়স: ৩০ বছরবেতন: ২৫,০০০ টাকাকাজের মেয়াদ: ১ বছর।আবেদনপত্র সংগ্রহ ও জমা: প্রকল্প পচিালক, গ্রামীণ গৃহায়ণে ফেরোসিমেন্ট প্রযুক্তির প্রয়োগ শীর্ষক সমীক্ষা প্রকল্প, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (এইচবিআরআই), ১২০/৩ দারুস সালাম, মিরপুর, ঢাকা-১২১৬।অাবেদনের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০১৫সূত্র: প্রথম আলো, ২২ নভেম্বর ২০১৫এসইউ/পিআর
Advertisement