বিনোদন

বক্সার ফারহান আক্তারের দেখা মিলবে কবে?

করোনা মহামারী একবছরে মানুষের দৈনন্দিন জীবনচিত্র ও কর্মজীবনেও বদল এনেছে নানাভাবে। একসময় বড় তারকাদের সিনেমা মানেই প্রেক্ষাগৃহে উপচেপড়া ভিড়। কিন্তু গত একবছরে এই দর্শক, পরিচালক এবং নির্মাতারা এক হয়েছেন ওটিটি প্ল্যাটফর্মগুলোয়।

Advertisement

এবার সেই তালিকায় নতুন করে নাম লেখাতে যাচ্ছেন ভারতীয় পরিচালক রাকীশ ওমপ্রকাশ মেহরা। জনপ্রিয় অভিনেতা ফারহান আক্তারকে নিয়ে ‘তুফান’ নামক একটি স্পোর্টস ঘরানার সিনেমা উপহার দিতে যাচ্ছেন তিনি।

চলতি বছরের ২১ মে অ্যামাজন প্রাইমে দেখা মিলবে সিনেমাটির। চলতি মাসের ১২ তারিখে মুক্তি পাবে সিনেমাটির টিজার। তুফানে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে ফারহানকে।

সিনেমার গল্প একজন বক্সারের জীবনকে কেন্দ্র করে। বেশ কয়েক বছর পর আবারও কোনো স্পোর্টস সিনেমা দিয়ে বড় পর্দায় ফিরছেন ফারহান।

Advertisement

খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ হওয়ার সাথে সাথেই ভক্তদের থেকে বেশ সাড়া মেলে তার।

সিনেমাটি নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারহান বলেন, ‘শুরু থেকেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার ইচ্ছা ছিল আমাদের। তবে করনা সংক্রমণ এবং সব কিছু চিন্তা করে ওটিটি প্ল্যাটফর্মের দিকেই হাঁটছি আমরা। আশা করছি দর্শকরা সিনেমাটি দারুণভাবে উপভোগ করবেন।’

এসইউ/এমকেএইচ

Advertisement