তথ্যপ্রযুক্তি

মঙ্গলবার বাজারে আসছে মাইক্রোসফট লুমিয়া

মাইক্রোসফট লুমিয়া ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন উন্মোচন করবে মার্কিন শীর্ষ সফটওয়্যার নির্মাতা কোম্পানি মাইক্রোসফট। নকিয়ার পরিবর্তে নিজস্ব ব্র্যান্ড নামে নতুন লুমিয়া ফোন উন্মোচনের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি এক ব্লগ পোস্টের মাধ্যমে এ খবরের সত্যতা নিশ্চিত করে মাইক্রোসফট।সাম্প্রতিক ব্লগ পোস্টে হ্যাসট্যাগ লুমিয়া নিয়ে প্রতিষ্ঠানটি লিখেছে, প্রাত্যহিক জীবনে মোবাইল প্রযুক্তির সবার মাঝে পৌঁছে দিচ্ছে মাইক্রোসফট। তবে ওই ব্লগ পোস্টে আসন্ন মাইক্রোসফট লুমিয়া স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন স্মার্টফোনটি খুব সম্ভবত নকিয়া লুমিয়া উইন্ডোজ ফোনের মতোই আরএম-১০৯০ হ্যান্ডসেট হবে।গত এপ্রিলে ফিনল্যান্ডভিত্তিক নকিয়ার মোবাইল বিভাগকে অধিগ্রহণের পর অসংখ্যবার নিজস্ব ব্র্যান্ড নামে স্মার্টফোন আনার বিষয়ে গুজব ছড়িয়েছে প্রযুক্তি বিশ্বে। তবে এবার আর গুজব নয়, খোদ প্রতিষ্ঠানটির পক্ষ থেকেই এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে। স্মার্টফোনের ক্ষেত্রে নকিয়া ব্র্যান্ড নাম বাদ দেয়া হলেও ফিচার ফোন নকিয়ার নামেই বাজারে সরবরাহ করবে প্রতিষ্ঠানটি।এদিকে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে বিশ্বব্যাপী মোট ৯৩ লাখ লুমিয়া স্মার্টফোন বিক্রির কথা জানিয়েছে মাইক্রোসফট। নকিয়ার পরিবর্তে নিজস্ব ব্র্যান্ড নামে লুমিয়া ফোন বাজারে এলে প্রতিষ্ঠানটির স্মার্টফোন ডিভাইস বিক্রি আরো এক ধাপ বাড়বে বলে মনে করছেন প্রতিষ্ঠানটির সংঙ্গে যুক্ত ব্যক্তিরা।এছাড়া সাম্প্রতিক সময় চীনা প্রযুক্তি পণ্য নির্মাতা কোম্পানিগুলোর কাছে বাজার দখলে পিছিয়ে পড়ছে স্যামসাং, অ্যাপল ও মাইক্রোসফটের মতো শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। এক্ষেত্রেও মাইক্রোসফট লুমিয়া ডিভাইস ক্রমবর্ধমান স্মার্টফোনের বাজারে প্রতিষ্ঠানটির আধিপত্য বিস্তারে উল্লেখযোগ্য অবদান রাখবে।বিশ্লেষকদের মতে, সফটওয়্যারের পাশাপাশি স্মার্টফোন ডিভাইস খাতেও এক ভিন্নমাত্রা যোগ করবে মাইক্রোসফট। যার কারণে চলতি প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। খবর এনডিটিভি

Advertisement