খেলাধুলা

সাকলায়েন সজিবের ঘূর্ণিতে ম্যাচে ফিরল রংপুর

এক উইকেটে ১১৭ রান এরপর ৫ রান যোগ করতে চার উইকেটে ১২২। সাকলায়েন সজিবের ঘূর্ণি বলে ম্যাচে দারুনভাবে ম্যাচে ফিরেছে রংপুর। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাইকিংসের সংগ্রহ ১৬ ওভারে ৫ উইকেটে ১৪০ রান।সিমানার কাছে ভাইকিংস অধিনায়ক তামিমকে মিসবাহর ক্যাচে পরিনত করে নিজের প্রথম শিকার করেন সজিব। ৩২ বলে ৬টি চার এবং ১টি ছক্কায় ৫১ রান করেন তামিম। এরপর আরেক সেট ব্যাটসম্যান বিজয়কে লং অফে স্যামির ক্যাচে পরিণত করেন সজিব। ৩০ বলে ৩৬ রান করে সাজঘইরে ফেরেন বিজয়।দুই সেট ব্যাটসম্যানকে হারানোর পর হার্ডহিটার জিয়াকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সজিব। সজিবের পর দ্বিতীয় স্পেলে বল করতে আসে আবু জায়েদ তার দ্বিতীয় শিকার বানিয়ে সাজঘরে ফিরিয়েছেন এল্টন চিগুম্বুরাকে।এর আগে আবু জায়েদের বলে আরাফাত সানীর হাতে ক্যাচ দিয়ে দিনের প্রথম ব্যাটসম্যান হিসাবে ফেরত গেছেন তিলকরাত্নে দিলশান। তিনি ১৬ বলে ২ চার ও ৩ ছক্কায় ২৯ রান করেন।রংপুর রাইডার্স :সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ড্যারেন স্যামি, লেন্ডল সিমন্স, থিসারা পেরেরা, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, মিসবাহ উল হক, সাকলাইন সজীব, আবু জায়েদ চৌধুরীচট্টগ্রাম ভাইকিংস :তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, এনামুল হক জুনিয়র, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ আমির, এলটন চিগুম্বুরা, তিলকারাত্নে দিলশান, জীবন মেন্ডিস।আরটি/এমআর

Advertisement