ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষে বিশেষ কোটায় ভর্তির আবেদন আগামী (২৪ নভেম্বর) মঙ্গলবার শুরু হবে। ৩০ নভেম্বর পর্যন্ত ভর্তি আবেদন চলবে। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজস্ট্রিার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, আবেদনকারীদের ভর্তি পরীক্ষায় নূন্যতম পাস নম্বর (লিখিত পরীক্ষায় ৮০ নম্বরের মধ্যে) ৩২ থাকতে হবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে অফিস চলাকালীন সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটির সদস্য সচিবের অফিসে জমা দিতে হবে। আবেদনের সঙ্গে প্রার্থীর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, সংশ্লিষ্ট কোটার সমর্থনে সনদ এর সত্যায়িত ফটোকপি এবং ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ইউনিট কর্তৃক প্রদত্ত নম্বরপত্রের কপি সংযুক্ত করতে হবে। বিশেষ কোটায় ভর্তিচ্ছু আবেদনকারীদের সংশ্লিষ্ট কোটার জন্য গঠিত উপ-কমিটি কর্তৃক নির্বাচনের পর ছাত্র-ছাত্রীদের আগামী ২১ ডিসেম্বরের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি হতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.iu.ac.bd পাওয়া যাবে। এসএস/পিআর
Advertisement