দেশজুড়ে

ঘোড়াঘাটে ৭৫ লাখ টাকাসহ আটক ২

দিনাজপুরের ঘোড়াঘাটে ৭৫ লাখ টাকাসহ মো. শাহিনুর ইসলাম (২৯) এবং মো. সবুজ (২৫) নামে দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২ টায় উপজেলার খেতাব মোড় খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের সামনে মাইক্রোবাসসহ পুলিশ তাদের আটক করে।    আটক শাহিনুর ইসলাম হাকিমপুর উপজেলার মধ্যবাসুদেবপুর গ্রামের মো. আব্দুল জলিলের ছেলে এবং মো. সবুজ একই এলাকার চেচড়া গ্রামের মো. মহবুল ইসলামের ছেলে।ঘোড়াঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দুলাল হোসেন জানান, মাইক্রোবাসে অবৈধ মালামাল নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে পুলিশ উপজেলার খেতাব মোড় খন্দকার বদরে আরেফিন ফিলিং স্টেশনের সামনে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় দুপুর ১২ টায় দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জগামী একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালিয়ে ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসসহ (ঢাকা মোট্রা-চ-১৫-১৮৮৬) মো. শাহিনুর ইসলাম (২৯) এবং মো. সবুজ (২৫) নামে দুইজনকে আটক করা হয়। আটকরা টাকার বিষয়ে অসঙ্গতিপূর্ণ তথ্য দেওয়ায় টাকাটি হুন্ডির হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আটক টাকাগুলোর মধ্যে ১ হাজার টাকার নোট ৩৬ লাখ ৫০হাজার, ৫শত টাকার নোট ৩৭ লাখ ৬০ হাজার এবং ১শত টাকার নোট ৯০হাজার রয়েছে।আটক মো. শাহিনুর ইসলাম জানান, হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি ও রফতানি ব্যবসায়ী সাইফুল হাজি আমাদের টাকাটি বগুড়া ইসলামী ব্যাংকে জমা দেয়ার জন্য দিয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, এতোগুলো টাকা কি কারণে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে এটি আমাদের কাছে রহস্যজনক বলে মনে হয়েছে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসঙ্গতিপূর্ণ তথ্য দেয়ায় আমাদের কাছে এটি হুন্ডির টাকা বলে মনে হয়েছে। তবে বিষয়টি তদন্তের পর টাকার মূল রহস্য বেরিয়ে আসবে।এমদাদুল হক মিলন/এসএস/পিআর

Advertisement