আজ ৮ মার্চ। গত বছরের এই দিনে দেশে মহামারি করোনাভাইরাস আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়। আর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এরপর ধারাবাহিকভাবে করোনার নমুনা পরীক্ষা, রোগী শনাক্ত, মৃত্যু ও সুস্থ রোগীর সংখ্যা বাড়তে থাকে।
Advertisement
স্বাস্থ্য অধিদফতরের তথ্য-উপাত্ত অনুসারে, গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২০ সেপ্টেম্বর সর্বোচ্চসংখ্যক ১৯ হাজার ৭৮৭টি নমুনা সংগ্রহ এবং ওই বছরের ১৫ ডিসেম্বর ১৯ হাজার ৫৪টি নমুনা পরীক্ষা করা হয়।
২০২০ সালের ২ জুলাই সর্বোচ্চ ৪ হাজার ১৯ জন রোগী শনাক্ত হয় এবং ৩০ মার্চ মাত্র একজন রোগী শনাক্ত হয়।
একই বছরের ৩০ জুন একদিনে সর্বোচ্চ ৬৪ জন রোগীর মৃত্যু এবং ১৮ মার্চ সর্বনিম্ন এক জন রোগীর মৃত্যু হয়।
Advertisement
গত বছরের ৩ আগস্ট সর্বোচ্চ শনাক্তের হার ৩১ দশমিক ৯১ শতাংশ এবং ৩০ মার্চ সর্বনিম্ন শনাক্তের হার ছিল শূন্য দশমিক ৬৫ শতাংশ।
চলতি বছরের ৭ মার্চ সর্বোচ্চ ৯১ দশমিক ৪০ শতাংশ রোগী সুস্থ হয়। গত বছরের ২ মে সর্বনিম্ন ২ দশমিক শূন্য ১ শতাংশ রোগী সুস্থ হয়।
গত বছরের ২৫ মার্চ সর্বোচ্চসংখ্যক মৃত্যুহার ছিল ১২ দশমিক ৮২ এবং সর্বনিম্ন হার ছিল ৪ জুলাই ১ দশমিক ২৫ শতাংশ।
এমইউ/এমআরআর/এএসএম
Advertisement