খেলাধুলা

পিএসএল বন্ধের পর পিসিবি অফিসে তালা

করোনাভাইরাসের ভয়াল থাবা বেশ ভালোভাবেই বিপর্যস্ত করেছে পাকিস্তান ক্রিকেটকে। প্রথমে বন্ধ হয়ে গেলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। আর এখন তালা ঝুলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) হেডকোয়ার্টারে।

Advertisement

মাত্র ১৪টি ম্যাচ মাঠে গড়ানোর পর ৬ খেলোয়াড়সহ মোট ৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অনির্দিষ্টকালীন সময়ের জন্য স্থগিত করা হয়েছে পিএসএল। আর বোর্ডের একজন উচ্চপদস্থ কর্মকর্তা করোনা আক্রান্ত হওয়ায়, বন্ধ করে দেয়া হয়েছে হেডকোয়ার্টারসহ লাহোরে অবস্থিত পিসিবির সকল অফিস।

গত মার্চে যেমন করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সবখানে দেয়া হয়েছিল 'হোম অফিসে'র সুবিধা। তেমনি চলতি বছরের মার্চেও লাহোর অফিসের সকল কর্মকর্তা, কর্মচারীদের বাড়িতে বসেই কাজ করার নির্দেশ দিয়েছে পিসিবি। বাড়িতে বসে কাজ করলেও, করোনাভাইরাসের সকল বিধি-নিষেধ কঠোরভাবে মানতে বলা হয়েছে সবাইকে।

এদিকে বোর্ডের কোন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি জানানো হয়নি। পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবর, করোনায় আক্রান্ত হওয়া সেই কর্মকর্তা বোর্ডের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব। বোর্ডের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন, পিএসএল চলাকালীন সময়ে করাচিতে যাননি করোনা আক্রান্ত সেই কর্মকর্তা।

Advertisement

এদিকে বোর্ডের এই উচ্চপদস্থ কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবরে আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে পিসিবির জৈব সুরক্ষা বলয় ব্যবস্থা। সম্প্রতি সেই কর্মকর্তা লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্সে (এইচপি) সেন্টারে গিয়েছিলেন।

যে কারণে এখন স্থগিত রাখা হয়েছে এইচপি ক্যাম্পের কার্যক্রমও। এখন ক্যাম্পের সকলের গত কয়েকদিনের গতিবিধির নজরদারি এবং করোনাভাইরাসের পরীক্ষা করার পরই শুরু করা হবে ক্যাম্প।

পিএসএল স্থগিত হওয়ায় এই ক্যাম্পে জাতীয় দলের খেলোয়াড়দেরও অংশ নেয়ার কথা ছিল। কিন্তু এখন বাধা চলে এলো এই পরিকল্পনায়ও।

এসএএস/জিকেএস

Advertisement