মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জানাজা ও দাফন শেষে রাউজান থেকে চট্টগাম শহরে ফেরার পথে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের গুলিতে মোহনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর রিপোর্টার রাজীব সেন প্রিন্স গুলিবিদ্ধ হয়েছেন।জানা যায়, সাকা চৌধুরীর জানাজা ও দাফন শেষে রাউজান থেকে চট্টগাম শহরে ফেরার পথে সর্তাঘাট এলাকায় সাংবাদিক বহনকারী একটি গাড়ির গতিরোধ করে দুর্বৃত্তরা। এ সময় গাড়িটিতে হামলা চালায় এবং এক পর্যায়ে গুলি করলে রাজীব সেন প্রিন্সের পায়ে গুলি লাগে। এছাড়াও আরো তিন সাংবাদিক আহত হয়েছেন।রাজীব সেন প্রিন্সকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, রাজীব সেন প্রিন্সের পায়ে গুলি লেগেছে।এ বিষয়ে রাউজান থানা ওসি প্রদীপ কুমার দাস এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান- ওই এলাকায় এ রকম কোনো ঘটনা ঘটেনি। তবে সাকার চৌধুরীর জানাজা শেষে তার আত্মীয় স্বজনদের উপর হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন তিনি।জীবন মুছা/আরএস/এমএস
Advertisement