সাহিত্য

নারী

সিবগাতুর রহমান

Advertisement

নারী তুমি নও তো কোনো পণ্যতুমি কন্যা, তুমিই মাতাবোন বিবি বলে গণ্য।

নারী তোমার মহিমা জগৎময়সৃষ্টি সুখের উল্লাসে তুমিজগতের বিস্ময়।

নারী তুমি নও তো কারো পরভালোবাসা ও মমতায় তুমিআলোকিত করো ঘর।

Advertisement

নারী তুমি নও তো অবলারূপ গুণ বলে এই ধরণী করিছো উজালা।

নারী তুমি কম নও কোনো কাজেতোমার প্রেরণা শক্তি আনেভীষণ গরজ তেজে।

নারী তোমার নাই তো কোনো ভয়তোমার জ্ঞানে তোমার গুণেবিশ্ব করবে জয়।

নারী তোমায় রুখবে সাধ্য কারবিধাতা তোমায় দিয়েছেনগর্বে বাঁচার অধিকার।

Advertisement

নারী তুমি সৃষ্টি সুখের হাসিনারী তোমায় ভীষণভালোবাসি।

এসইউ/জিকেএস