তথ্যপ্রযুক্তি

নারী দিবসে গুগলের ডুডলে সাম্যের বার্তা

বিশ্ব নারী দিবস-২০২১ উপলক্ষে হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। বিশেষ এ ডুডলে ব্যবহার করা হয়েছে একটি অ্যানিমেটেড ভিডিও।

Advertisement

সোমবার (৮ মার্চ) প্রকাশিত এ ডুডলে দেয়া হয়েছে সাম্য ও সমতার বার্তা। হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার বার্তা।

বিশেষ এ ডুডলে সমাজে নারীদের অংশগ্রহণকে ইতিবাচকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভিডিওতে দেখানো হয়েছে, পুরুষের হাতে হাত মিলিয়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। বিভিন্ন পেশায় সাফল্যের ছাপ রাখছেন তারা।

বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস কিংবা বিখ্যাত ব্যক্তিদের স্মরণে বরাবরই ডুডল প্রকাশ করে সম্মান জানায় গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনা সংশ্লিষ্ট একটি ছবি বা অ্যানিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়।

Advertisement

এসএস/জেআইএম